কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭১-এর স্মৃতিবিজড়িত শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া জুড়াবান্ধা বধ্যভূমি (ঘুঁঘুঁরথান) এলাকায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মরণসভার আয়োজন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া দিবসটির সন্ধ্যায় শহীদবাগ ইউনিয়নের ৭১’স্মৃতিময় ভুতছাড়া জুড়াবান্ধা ঘুঁঘুঁরথান বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.