মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় গভীর শ্রদ্ধা ও মর্যাদার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জিয়াসেতুর পূর্ব পাশে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কারুজামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.