শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে নির্বাচনী প্রচারণার অবৈধ সামগ্রী অপসারণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.