ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন কার্যনির্বাহী কমিটি না থাকায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) ফুলগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়, দৈনিক নবচেতনা ও সাপ্তাহিক ফেনী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কবির আহমেদ নাছিরকে সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত ও ফেনীর সময়-এর ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া দৈনিক আজকালের খবর ও দৈনিক নয়াপয়গাম-এর ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদারকে সহ-সভাপতি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি তানজিদ হোসেন শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক অন্য দিগন্ত-এর ফুলগাজী প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টুকে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক সমকাল-এর ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর (১নং সদস্য), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), মহিউদ্দিন মহি (দৈনিক বাংলার দূত), আব্দুল কাইয়ুম শাকিব (অনুসন্ধান ২৪), ইকবাল আহমেদ চৌধুরী (ফেনী সংবাদ) এবং ইসমাইল হোসেন ইমন (দিন প্রতিদিন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

