Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:সভাপতি কবির, সম্পাদক সাহেদ

ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন কার্যনির্বাহী কমিটি না থাকায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) ফুলগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়, দৈনিক নবচেতনা ও সাপ্তাহিক ফেনী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কবির আহমেদ নাছিরকে সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত ও ফেনীর সময়-এর ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া দৈনিক আজকালের খবর ও দৈনিক নয়াপয়গাম-এর ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদারকে সহ-সভাপতি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি তানজিদ হোসেন শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক অন্য দিগন্ত-এর ফুলগাজী প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টুকে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক সমকাল-এর ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর (১নং সদস্য), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), মহিউদ্দিন মহি (দৈনিক বাংলার দূত), আব্দুল কাইয়ুম শাকিব (অনুসন্ধান ২৪), ইকবাল আহমেদ চৌধুরী (ফেনী সংবাদ) এবং ইসমাইল হোসেন ইমন (দিন প্রতিদিন)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।