রাজবাড়ী প্রতিনিধি
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজার বাড়িতে বইছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় বাবা-মা, স্ত্রী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত সৈনিক শামীম রেজা ছিলেন আলমগীর ফকিরের জ্যেষ্ঠ সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবার ও এলাকাবাসীর কাছে শান্ত, ভদ্র ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন। চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান তিনি। সেখানে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় তিনি শহীদ হন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নিহত সেনাসদস্যের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানজুড়ে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সদ্য নির্মিত একতলা বাড়ির ভেতরে শোকাহত মা ও স্ত্রী আহাজারিতে বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। শোকের ভারে নির্বাক হয়ে পড়েছে পুরো গ্রাম।
নিহতের বাবা আলমগীর ফকির কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। দেড় বছর আগে ছেলেটার বিয়ে হয়েছে, এখনো তার কোনো সন্তান হয়নি। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। অন্তত শেষবারের মতো আমার ছেলের মরদেহটি দেখতে চাই।”
নিহত সৈনিকের ছোট ভাই সোহান ফকির বলেন, “টেলিভিশনে সুদানের ঘটনার খবর দেখার পর থেকেই আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। ভাইয়ের ফোন বন্ধ ছিল। রাত ১২টার পর নিশ্চিত হই, ভাই আর নেই। গত শুক্রবারই সে বাড়িতে ভিডিও কলে কথা বলেছিল।”
শামীম রেজার মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা শহীদ সেনাসদস্যের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শান্তিরক্ষায় নিয়োজিত অবস্থায় এক তরুণ সেনাসদস্যের এমন মৃত্যুতে এলাকাবাসী ক্ষোভ ও বেদনা প্রকাশ করে বলেন, দেশের সম্মান রক্ষায় জীবন উৎসর্গ করা এই সেনাসন্তান জাতির গর্ব। তাঁর আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয়—এটাই সবার প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.