Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরি (নেত্রকোন) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত দিবস টি পালন করা হয়।

প্রথমে বেলা ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন সহ, মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য, উপজেলার বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ,খালিয়াজুরি উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ,জুলাই যোদ্ধা সদস্য, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক, কর্মচারী সহ শতাধিক জনতা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা জানানো পর, উপজেলা হল রুমে বেলা ১১ ঘটিকার সময় এক আলোচনা সবার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি ও কৃষ্ণপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ , খালিয়াজুরি জামাতের আমীর মোহাম্মদ ইসমাইল হোসেন,
খালিয়াজুরি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ আব্দুল মোতালেব,, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়,খালিয়াজুরি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া,, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, জুলাই জুতার রেজাউল করিম ও মোহাম্মদ রিয়াদ মিয়া।ইসলামী শাসনতন্ত্রের সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ, উপস্থিত ছিলেন খালিয়াজুরি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন,শিক্ষক জহরলাল দেব রায়, সাংবাদিক সোহান বিন নবাব, মোঃ আবুল কালাম , মোহাম্মদ সেলিম মিয়া, শেখ রিয়াজ উদ্দিন রেেজু, ছাত্রশিবির সভাপতি মোঃ রাসেল মিয়া, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।