সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা। সোমবার দুপুরে উপজেলার চরসাহাভিকারী এলাকায় তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু।
আলহাজ্ব সোলাইমান ভূঞা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আজ অসুস্থ ও শয্যাশায়ী। তাঁর অসুস্থতা মানেই দেশ অসুস্থ থাকা। এ অবস্থায় সরকার তাঁকে ভিভিআইপি ঘোষণা দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
সোলাইমান ভূঞা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাও এর উদাহরণ।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বিএনপিসহ জুলাই অভ্যুত্থানের সব মিত্র শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে ২০২৪ সালের জুলাইয়ের মতো ইস্পাতকঠিন ঐক্য নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে। নির্বাচনে বহু দলের প্রার্থী অংশ নেবেন, সবাই নিজ নিজ মতাদর্শ অনুযায়ী জনগণের কাছে ভোট চাইবেন। তবে নির্বাচনী মাঠে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে এবং কোনো গুজব কিংবা অপপ্রচারে কান দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। আমরা চাই দেশের জনগণের ভোটে তিনি দেশের হাল ধরুন। তার হাতকে শক্তিশালী করতে হলে বিএনপির ভেতরে ঐক্য অপরিহার্য। তাই সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

