সাদ্দাম হোসেন,সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের বাণী প্রচার, আলোচনা সভা ও র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটি।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
এসময় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন আহম্মদ বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন।
সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহিদদের মাজারে জাতীয় দিবস উদ্যাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.