স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে পুকুরে পড়ে দুই বছর বয়সী শিশু দীন ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এtragic ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে দীন ইসলাম বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করেন এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল হাসনাত শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) কবির উদ্দীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

