মুন্সীগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় ।
৩১ বার তোপধ্বনির পর পর সূর্যোদয়ের সাথে সাথে মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও তিনি জেলা পরিষদ, মুন্সীগঞ্জ এর প্রশাসক হিসেবে, ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিন পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.