বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বকশীগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ হাইওয়ে থানা, উপজেলা প্রেসক্লাব শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান শহিদ মিনারে।
এসময় মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হুসনা, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা পিআইও মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.