আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
মহান বিজয় দিবস-২০২৫ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে দেবহাটা ফুটবল মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, বিএনপি, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান। পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। বিকালে প্রাতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.