কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোধয়ের সাথে সাথে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনেণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপঙ্কর চন্দ্র, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধাসহ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কাঠালিয়া উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.