টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সারা দেশের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় নতুন উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়া সরকারি কলেজে রোভার স্কাউট ও বিএনসিসির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

