Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে মহান জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে অভিযোগ

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্‌যাপন করছে ৫৫তম বিজয় দিবস।

সরকারি বিধি অনুযায়ী প্রজ্ঞাপনে বলা আছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন বাধ্যতামুলক হলেও আজকের এই জাতীয় দিবসেই মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি,আধা-সরকারি, বেসরকারি,বিভিন্ন হাট-বাজারসহ মহান জাতীয় দিবসেই জাতীয় পতাকা উত্তোলনে অনিহা ও অবমাননার অভিযোগ উঠেছে।

এমনকি উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি অফিসের এমন অনিহা ও অনিয়ম দেখে উপজেলা প্রশাসনের সমালোচনা করছেন অনেকেই। জাতীয় দিবসে জাতীয় পতাকার এমন অনিহা ও অবমাননায় জনমনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকেই। জাতীয় দিবসে জাতীয় পতাকাকে অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেছেন অনেকেই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সরেজমিনে, সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি হরিরামপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, হরিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হরিরামপুর, আন্ধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইসলামিয়া ট্রাষ্ট হরিরামপুর,দড়িকান্দি আয়েশা সিদ্দীকা (রা) মহিলা মাদ্রাসা, হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, পূর্ব সাকুচিয়া কমিউনিটি ক্লিনিক, বলড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়, গ্রামীণ ব্যাংক দিয়াবাড়ি হরিরামপুর শাখায় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।

হরিরামপুর উপজেলার বাউন্ডারি পরিষদের অতি নিকটে অবস্থিত একটি দোকান ছারা বেশিরভাগ দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি, উপজেলার বিভিন্ন মোড়ে অবস্থিত অধিকাংশ দোকানপাট, বলড়া বাজার, আন্ধারমানিক বাজার, কান্ঠাপাড়া বাজার, লেছড়াগঞ্জ বাজার,দিয়াবাড়ি,
ঝিটকা বাজারের বেশিরভাগ দোকানপাট,
কচুয়বাজারসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বে-সরকারি এনজিও প্রতিষ্ঠানে দুপুর পেরিয়ে গেলেও পতাকা উত্তোলন হয়নি।

বিভিন্ন হাট-বাজারে হাতেগগোনা কয়েকটি দোকান ছারা জাতীয় পতাকা উত্তোলন হলেও বিধিমালা না মেনেই দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন অল্প কিছু সংখ্যক দোকানিরা। জাতীয় দিবসে জাতীয় পতাকাকে এমন অনিহা ও অবমানায় হতাশা প্রকাশ করেছেন সুশিল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)-এর বিধি ৩ অনুযায়ী, জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্রবিন্দু হবে।

বিধিমালা মেনে নিয়মানুযায়ী পতাকা উত্তোলন করেনি বেশিরভাগ হাটবাজারের দোকানিরা। আর বিভিন্ন অফিসের ছবি তোলার সময় সাংবাদিক দেখে তড়িঘরি করে সাংবাদিক দেখে অনেকেই পতাকা উত্তোলন করেছে বলেও দেখা গেছে।

উপজেলার কান্ঠাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মিয়া জানান, এই বাজারে দুই শতাধিকের উপরে দোকানপাট রয়েছে, একটা ইউপি মুক্তিযোদ্ধা কার্যালয় রয়েছে। আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছি। কিন্ত দোকানদারেরা তা করেনি। দু চারজন করেছে, এমন অনিহা ও অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এটা আমাদের সকলের ব্যর্থতাও বটে।

হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা জানান, সরকারি, আধা-সরকারি,বে-সরকারি অফিসসহ জাতীয় পতাকা উত্তোলনে অনিয়ম, এটা অনেক বড় দুঃখজন বিষয়। আওয়ামী সরকার পতনের দুঃখে হয়তো তারা বিজয় দিবস উদযাপন করতে অনিহা প্রকাশ করেছে। জাতীয় দিবসে যারা এমনটি করেছে, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার
জানান, জাতীয় পতাকা উত্তোলন করতে নির্দেশনা দেয়া আছে সবাইকে। যারা জাতীয় পতাকা উত্তোলন করেনি, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। জাতীয় পতাকা উত্তোলন হয়নি এমন অফিসসমুহের তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।