রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিবসটি পালন করে রুয়েট প্রশাসন।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
দিবসটির শুরুতে সূর্যদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসননিক ভবন ও হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরে বেলা ৯ টায় শহীদদের স্মরণে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এসময় পর্যায়ক্রমে বিভিন্ন হলসমূহ ও শিক্ষার্থীদের ক্লাবগুলোর পক্ষ থেকে পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উপাচার্য ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উপযাপন কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, আবাসিক হলসমূহের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই দিকে মহান বিজয় দিবস উপলক্ষে শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড. মো: আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ঐশি জ্যোতির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আব্দুল মফিজ, অধ্যাপক ড. শহীদ উজ জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভা শেষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বাদজোহর কেন্দ্রীয় মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.