সাতক্ষীরা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় মা ও ছেলে নিহত হয়েছেন
এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ৭ জন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (২৮) ও তার ছেলে মুস্তাকিম (৮)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেলকে সাইড দিতে যেয়ে মহেন্দ্র ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় মহেন্দ্রে যাত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়।
আহত হয় কমপক্ষে সাতজন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মহেন্দ্র ও ইজিবাইক পড়ে রয়েছে। দ্রুতগতির মোটরসাইকেলটি পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.