নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় রেলি করেছে গাজীপুর মহানগর বিএনপি।
রেলিতে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো মানুষ যোগ দিয়েছেন। মহানগরের রথখোলা থেকে শুরু হওয়া এই রেলি রাজবাড়ী রোড হয়ে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।
রেলি শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানে জড়ো হোন দলীয় নেতাকর্মীরা। বিজয় শুভ যাত্রার নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। পরে তারা দু'জনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বর্ণাঢ্য এ রেলিতে 'লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে' ইত্যাদি স্লোগান দিলেও দলীয় কোন স্লোগান দিতে শোনা যায়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার,গাজী সালাহউদ্দিন, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু,আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর,মহিলা দলনেএী সোহেলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.