Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শহীদ বেদিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহনুর জামানের নেতৃত্বে সকল কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহা. মতিউর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুলের নেতৃত্বে সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকাল ১০টায় মহম্মদপুর মডেল সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে, মার্চপাস্ট ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহম্মদপুরে মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।