ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর উপজেলা প্রশাসনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সশস্ত্র সালাম প্রদান করেন।
একই মাঠে ইউএনও মো. ফিরোজ হোসেন এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.