নোয়াখালী প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী–৪ আসনের বিএনপির প্রার্থী মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। এ চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় তিনি হাদীকে হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.