Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লালনশাহ সেতু মুখে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) এবং রাজশাহীর তানোর থানার চান্দুরিয়া রাতৈল এলাকার কাছিম উদ্দিনের ছেলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। তারা উভয়েই পাবনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাওয়ার পথে লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।