দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়।
পরে চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ.এম খোদাদাদ হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দিবসটিতে বিভিন্ন বিদ্যালয়, চোহালী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি , এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ.এম খোদাদাদ হোসেন ।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো: হাসিবুর রহমান , নবাগত থানা অফিসার ইনচার্জ ওসি মো: মতিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহা আলম,পরিবার পরিকল্পনা অফিসার ডা: সায়মা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, প্রাণিসম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি,পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল মো: রিয়াজ হোসেন, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, ইউআরসি ইন্সিট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.