নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নেতৃত্বে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত ডিসপ্লে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
কুচকাওয়াজের পর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

