Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় বাকেরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার ডাকবাংলো সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খন্দকার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাকেরগঞ্জ জীবন সিংহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষে বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সম্ভাব্য প্রার্থী ও বাকেরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে র‌্যালিটি বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে সদর রোড, বাসস্ট্যান্ড ও চৌমাথা প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, মাওলানা আবুল হোসেনসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে বাকেরগঞ্জবাসী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।