Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের সূচনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ, বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র লাভের গৌরবময় এই দিনে সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। লাল-সবুজের পতাকার গৌরবে উদ্ভাসিত এই দিনটি জাতির গর্ব ও অহংকারের প্রতীক।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।