সাতক্ষীরা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সদস্য ইয়ারব হোসেন, এম ঈদুজ্জামান ইদ্রিস, রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় প্রেসক্লাবের নির্বাহী কমিটির বর্তমান ও অন্যান্য সাবেক কর্মকর্তাবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের গর্ব। এই বিজয়ের দিন আমাদের সাহস যোগানোর এদিন। এমাস আমাদের ঐতিহাসিক মাস। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ পেয়েছি।
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য নিজেদেরকে উজাড় করে দিয়ে যুদ্ধ করেছেন। অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। অনেক মা – বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। বাঙালি জাতি হিসেবে আমরা তাদের কাছে চির ঋণী।
উল্লেখ্য, বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে দাবা, কেরামসহ নানান ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে।

