নোয়াখালী প্রতিনিধি
দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বেরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন অধ্যাপক লিয়াকত আলী খান।
সভায় মরহুম সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ারের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত সততা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ, কালের কণ্ঠের প্রতিনিধি শামসুল হাসান মিরন, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু ও জামাল হোসেন বিষাদ, বৈশাখী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম, ডেইলি স্টার ও সমকালের প্রতিনিধি আনোয়ারুল হায়দার, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ, দৈনিক এ সময় নোয়াখালীর সম্পাদক গোলাম কিবরিয়ার রাহাত, জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাত বাবুসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা।
স্মরণসভা শেষে দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

