মোঃ রুহুল আমিন রাজু মেলান্দ( জামালপুর)প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়নের সিসিএ,খাদ্য ও পুষ্টি বিষয়ে এমএসপি সদস্যদের মাঝে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে আদ্রা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ৬নং আদ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে সিসিএ,খাদ্য ও পুষ্টি বিষয়ে এমএসপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক বিশদ আলোচনা করে বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের মেলান্দহ উপজেলা ম্যানেজার সুলতানা আক্তার। আদ্রা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কাওছার হামিদ লিটন, জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের আওতায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও জেলা মৎস্যজীবি দলের সহসভাপতি জামিল আহমেদ, মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন মাহবুব প্রমুখ।

