নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের কার্যিনর্বাহী কমিটি (২০২৫–২০২৭) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে স্থগিত থাকা এ নির্বাচন আগামী সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৮০ জন। এর মধ্যে আজীবন সদস্য ১ হাজার ৫৬ জন এবং বার্ষিক সাধারণ সদস্য ৪২৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে নির্বাচনটি উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে আজীবন সদস্য কাজী সায়েদুল আলম বাবুল এবং অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খাঁনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেক্রেটারি পদে আজীবন সদস্য মাহাবুবুল হক গোলাপ, এ এম আশরাফ হোসেন টুলু এবং মোঃ শাজাহান সিরাজী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে আজীবন সদস্য সৈয়দ আক্তারুজ্জামান,মোঃ কামরুজ্জামান আকন্দ, প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, মোঃ জয়নাল আবেদিন তালুকদার, মেহেদী হাসান এলিস, লুৎফর রহমান সরকার, মোঃ আব্দুল্লাহ,মোঃ ছাদেকুজ্জামান খান, শাহ মোঃ এমরান আলমগীর, অ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান প্রধান, মোস্তাফিজুর রহমান, মোঃ রুহুল কুদ্দুস এবং মশিউর রহমান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন ভোটারদের অবশ্যই ছবি সম্বলিত পরিচয়পত্র—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা আজীবন সদস্য আইডি কার্ডের মূল কপি প্রদর্শন করতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নির্বাচনে নির্বাচন কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ভোটার লিস্টে মৃত ভোটারের নাম থাকার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল ।
বর্তমানে ওই মৃত ভোটারের নাম কর্তন করে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে বলে আমরা আশাবাদী। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনকে ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে গাজীপুর ইউনিটের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.