Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল দুটি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নড়াইল-১ আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ওনড়াইল-২ আসনে জামায়াতের জেলা আমির এ্যাভোকেট আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বুধবার (১৭ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছ থেকে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান জানান, বুধবার দুপুর থেকে জেলা নির্বাচন অফিস থেকে ফরম উত্তোলনের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম দুটি আসনের মনোনয়ন ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন। তবে এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না।

এদিকে মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো.আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল,সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন,লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান,কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম,সদর পৌরসভা আমির জাকির হোসেনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য,গত ১১ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর,মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ডিসেম্বর হতে ৪ জানুয়ারি,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, প্রচারণা কার্যক্রম শেষ ১০ ফেব্রæয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।