বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বাট্টাজোড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামির উদ্দিনের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, বিএনপি নেতা সজিব মিয়া।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই দরকার। তার অসুস্থতায় সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাই আমরা দ্রুত তার রোগমুক্তি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.