অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা এগারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আবদুস সালাম। মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ বেশ কিছুদিন আগে অভিভাবকদের না জানিয়ে গোপনে এডহক কমিটি গঠন করেন ও অবৈধভাবে মোটা অংকের ঘুষ নিয়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেন। তারা অনতিবিলম্ব অবৈধ নিয়োগ বাতিল ও অবৈধ কমিটি স্থগিতের দাবি জানান।

