Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসী ও প্রবাসী দিবস পালিত পত্নীতলায়

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়।উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন,মৎস্য অফিসার মোছা.রুজিনাপারভীন,
সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহাব, মহিলা বিষয় অফিসার মনোরঞ্জন পাল, সমবায় অফিসার শামসুল হক,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম,এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী মো.আসির উদ্দিন,নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ,আতোয়ার তিনি দালালের খপ্পরে পড়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়টি তুলে ধরেন। অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।