Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপুর মৃত্যু

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও বহুমুখী প্রতিভার অধিকারী জাকিউল ইসলাম খান টিপু (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে জামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। প্রাথমিকভাবে জামালপুরে চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জাকিউল ইসলাম খান টিপু ছিলেন একাধারে সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, কলতান কচিকাঁচার মেলা জামালপুরের সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্টুডিও বাজনার স্বত্বাধিকারী ছিলেন এবং শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাউন্ড অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জামালপুর পৌরশহরের কাঁচারিপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা খানের কনিষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ মাগরিব একই মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তার বাবা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

জাকিউল ইসলাম খান টিপুর মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রেসক্লাব ও নাগরিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। তার অকাল মৃত্যুতে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক ও অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।