কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত হয়েছেন।
নিহত হেলাল উদ্দিন সেখ (৪৫) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদাইকান্দি এলাকার চাঁদ মিয়া সেখের ছেলে। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর এলাকায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি শনাক্ত ও আটক করার জন্য অভিযান চলছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

