দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সংঘর্ষে আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এরা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত আলিম প্রামানিকের ছেলে সোহেল ও একই গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে তৌফিকুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কয়েক মাস আগে তৌফিকুলের ভাই আসাদুল (৩৮) প্রতিপক্ষ সোহেলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে আবারও উত্তেজনা ছড়ায়। এরই জের ধরে গতকাল রাতে তৌফিকুলের ছেলে রাসেল (৩৫) ও তার ভাই আসাদুল (৩৭) মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে একটি মিষ্টির দোকানে গেলে সোহেলের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ৩ জন আহত হলে রাসেল ও আসাদুল কে গুরুতর হাসপাতালে ভর্তি করা আহত হয়। পরে তৌফিকুলের লোকজন পাল্টা ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আহত রাসেল ও আসাদুলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

