শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
স্বৈরাচারী আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওসমান হাদির মৃত্যুর খবরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আন্দোলনের রাজপথে তাঁর সাহসী ও আপসহীন অবস্থানের কারণে তিনি সহকর্মীদের কাছে ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে ওসমান হাদি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি এবং শেষ দিন পর্যন্ত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুর রহমান কিরণ। তার ব্যক্তিগত ফেইসবুক থেকে এক শোকবার্তায় তিনি বলেন,
“চিরতরে স্তব্ধ হয়ে গেল এক সাহসী ও বলিষ্ঠ কণ্ঠ। আন্দোলনের একজন অকুতোভয় যোদ্ধাকে আমরা হারালাম।”
তিনি আরও বলেন, “অন্যায়ের সামনে কখনো মাথা নত না করে জীবনের শেষ দিন পর্যন্ত সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন ওসমান হাদি। তাঁর সাহস, দৃঢ়তা ও ত্যাগ দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা
করে বলেন, “মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন তাঁকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারসহ আমাদের সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।”
ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.