Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দৌড়প্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ রানার গ্রুপের উদ্যোগে হয় এই আয়োজনে শুক্রবার (১৯ ই ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তারপুরে অনুষ্ঠিত হয় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা। মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা পালের ভরাট হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌড়ের রুটটি ছিল মোটামুটি সমতল ও গ্রামীণ পরিবেশে ঘেরা, যা প্রতিযোগীদের দিয়েছে এক আলাদা অভিজ্ঞতা।

আয়োজনে অংশ নেন প্রায় ২ শতাধিক প্রতিযোগী। এতে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী ও অ্যাথলেটরা অংশ নেন। প্রতিযোগিদের নিরপওায় ছিল মেডিকেল টিম, পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও হাইড্রেশনের ব্যবস্থা।

দৌড় শেষে বিজয়ীদের গলায় পড়ানো হয় মেডেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।