নাজিম বকাউল, ফরিদপুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, একই দাবিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতেও ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

