সাতক্ষীরা প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জূম্মা শহরের আসিফ চত্ত্বরের সামনে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন, মোঃ জিয়াউল ইসলাম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল ইমরানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক ধরে নিউমার্কেট চত্বরে যেয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান ফারুক হাদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি করে খুন করেছে। তাই, এদেশের মাটিতে কোন ফ্যাসিস্ট থাকতে পারবে না। তাদেরকে
স্ব-মুলে উপড়ে ফেলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটা হাদীকে মেরেছে, লাখো
হাদীর জন্ম হয়েছে। বিল্পবী শহীদ হাদীর আদর্শকে বুকে ধারণ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন সকলের কাছে। একই সাথে শহীদ হাদির খুনি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এর আগে হাদি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহরের খুলনা রোড মোড়ে বিক্ষোভ করেন।
তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে ওই এলাকা। তারা ফ্যাসিস্টদের গ্রেফতারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.