সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে। এই সংকটময় সময়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিদেশি মদদপুষ্ট কোনো অপশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
শুক্রবার ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে গণপ্রতিরোধের মুখে আওয়ামী অপশক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ সময় দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতৃত্ব প্রয়োজন ছিল। কিন্তু তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন এবং দেশবাসী তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বক্তৃতায় মিন্টু বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ওসমান হাদিকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এই দোয়া করছি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম।
এ সময় বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুকে মসজিদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণায় উপস্থিত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল ও তাঁতী দলের নেতাকর্মীরা এবং বিপুলসংখ্যক মুসল্লি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.