Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদী হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি 
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি 

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য’-এর উদ্যোগে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার জুম্মার নামাজ শেষে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা ও পৌর আমির সোহেল রানা ডলার।

এ সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আমি কে তুমি কে—হাদী হাদী’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

এদিকে একই দিন বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলায় গাংনী আসনের বিএনপির দলীয় প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে হাদী হত্যার বিচার দাবিতে পৃথক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।