Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসনে সিরাজ ও খোকার মনোনয়নপত্র উত্তোলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভোটের মাঠের প্রাথমিক সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনে মোট দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে বিকেল সোয়া ৩টার দিকে জানে আলম খোকার পক্ষে মো. আবদুন নুর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থী হিসেবে চারবারের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত সাবেক পৌর মেয়র জানে আলম খোকার মাঠে নামার প্রস্তুতি বগুড়া-৫ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, গোলাম মোহাম্মদ সিরাজ এই আসন থেকে অতীতে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। অন্যদিকে জানে আলম খোকা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি। পরে ২০২১ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। দলীয় পুনর্বহাল না হওয়ায় এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।