জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলেজ গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগের বিচার কার্যক্রম ত্বরান্বিত করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আরমান হোসেন কানন, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব সাজিদ, আহসান হাবিব, মোবাশ্বের হোসেন, মো. রিয়াদ ইসলাম, সাইফুলসহ অন্যান্যরা।

