বাগেরহাট প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ‘জুলাই বিপ্লবী জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন জুলাই স্মৃতি চত্বরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বক্তারা হাদির হত্যাকে ‘পরিকল্পিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র’ আখ্যায়িত করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিচারের দাবিতে বিক্ষোভ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.