নিজস্ব প্রতিনিবেদক, গাজীপুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুর মহানগরীতে টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দিনভর চান্দনা চৌরাস্তা, গাজীপুর চত্বর, টঙ্গী, শ্রীপুর, ডুয়েট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সকাল ১০টার দিকে শত শত বিক্ষোভকারী চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যোগ দেন। ফলে বিকেল পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে। শ্রীপুর ও টঙ্গীর কলেজ গেট এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীরা মিছিল বের করে শিববাড়ি পর্যন্ত গিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার পিকোর পরিচালনায় মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা হাদির হত্যাকে ‘পরিকল্পিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র’ আখ্যায়িত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান, সাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের কারণে গাজীপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিচারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.