ঝিনাইদহ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ঝিনাইদহে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি মার্কেটে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহরের পায়রা চত্বরে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাযা শেষে ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে উত্তেজিত বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের মালিকানাধীন একটি মার্কেটের কাপড়ের দোকানে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সাবেক এক মেয়রের ইটভাটার ম্যানেজার সজীবকে মারধরের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার পর শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদীর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

