নাহিদুজ্জামান শয়ন, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ার খোকসায় বিক্ষোভ কর্মসূচি ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিকেল আড়াইটার দিকে খোকসা পাইলট স্কুল মাঠে খোকসা ছাত্র সমাজের ব্যানারে গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা থানা সভাপতি ও হাতপাখা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রার্থী রিপন হোসেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলামসহ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় সক্রিয় একাধিক ছাত্রনেতা।
গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ হোসেন, বিপ্লব হোসেন ও রাতুল মাহমুদ রওনক বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
পরে বিক্ষোভকারীরা খোকসা থানা ঘেরাও করেন। এ সময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের কাছে প্রকাশ্যে ঘুরে বেড়ানো স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ওসি মোতালেব হোসেন উপস্থিতদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.