বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান হোসেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম সিদ্দিকী, কলেজ ছাত্রদলের সহসভাপতি রাসেল, সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে হাদীর মত বিপ্লবীদের হত্যা করা হয়েছে। হাদীর ওপর গুলি ও পরের মৃত্যুর ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.